হিলি (দিনাজপুর) প্রতিনিধি : হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে টাস্কফোর্সের চোরচালান বিরোধী এক অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ শার্ট, শাড়ি, থ্রিপিছসহ বিভিন্ন পোশাক উদ্ধার করা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল শুক্রবার রাত সাড়ে ৮টা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাংলাহিলি বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে।

বাংলাহিলি বাজারের বরিশাল ফ্যাশন হাউজ, সৌখিন বস্ত্রালয়ের ৩টি দোকান, লাবণ্য ফ্যাশন, মা গার্মেন্টস, মা বস্ত্রালয়, চামেলী ফ্যাশন, শিশির বস্ত্রালয়, জননীবস্ত্র বিতানে অভিযান চালিয়ে ভারতীয় পোশাক উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া মালামালগুলো হলো ভারতীয় বিভিন্ন প্রকার শার্ট পিছ, প্যান্ট পিছ, মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক, শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিছ, গালিচা, বেডশিট ইত্যাদি। তবে প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মালামালের পরিমাণ ও মূল্য জানা যায়নি।

পরে মালামালগুলো বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম জানান, বাংলাহিলি বাজার ভারতীয় পণ্যে সয়লাব হয়ে গেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। দোকানে ভারতীয় যে সব পোশাক পাওয়া গেছে সেগুলো জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

(ওএস/এস/জুলাই ১২, ২০১৪)