সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : মঙ্গলবার গলাচিপা রূপ নগর, পূর্ব বাজার ফার্মেসী পট্টিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আকষ্মিক অভিযান চালিয়ে রোজান মেডিসিন হলে মেয়াদ উত্তীর্ণ নানাবিধ ড্রাগ, ঔষাধী পণ্য পাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০ হাজার টাকার জরিমানা আদায় করে।

ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে সমস্ত গলাচিপা শহরে ২/১ টি দোকান বাদে সকল দোকান বন্ধ করে গা ঢাকা দিয়ে দেয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তৌছিফ আহমেদ রোজান মেডিসিন হল থেকে জব্দকৃত ঔষাধী পণ্যগুলো প্রকাশ্যে রাস্তার পাশে ধ্বংশ করে ফেলে এবং তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ মানুষের জীবন রক্ষার্থে মারাত্মক ক্ষতি করে।

এ ব্যাপারে জনসাধারণকে ঔষধ পণ্য ক্রয়ের পূর্বে মেয়াদ উর্ত্তীণের তারিখ দেখে ক্রয় করার জন্য অনুরোধ করেন। এছাড়া তিনি শাহজাহান ফার্মেসী ও হামদর্দ দোকানগুলো পরিদর্শন করে। কিন্তু কোন অনিয়ম পাওয়া যায় নি বলে তিনি জানান।

ভাম্যমাণ আদালতের সময় স্থানীয় পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সহযোগিতা করে। এই অভিযানকে স্থানীয় যাত্রী সাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছে।

(এসডি/এসপি/জুন ০৫, ২০১৮)