ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বিনামূল্যে ঔষধী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। এসময় বক্তারা, প্লাস্ট্রিকের ব্যবহার বন্ধে সকলের প্রতি আহ্বান জানান।


(জেআরটি/এসপি/জুন ০৫, ২০১৮)