বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় ১৯৩পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩১) নামে এক যুবককে আটক করেছে চেকপোস্ট বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জাল সিএন্ডএফ কর্মচারীর ভুয়া পরিচয় পত্র দেখিয়ে সে ভারতে প্রবেশের সময় নোম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইঢারকান্দি গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট আইসি বিজিবি ক্যাম্পের ইচার্জ সুবেদার আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আটক আবুল কালাম গলায় মীম ইন্টারন্যাশনাল নামের একটি সিএন্ডএফ এজেন্টের পরিচয় পত্র গলায় ঝুলিয়ে ভারত চেকপোস্টে যাচ্ছিল।

এ সময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে থাকা বিজিবি‘র হাবিলদার মোস্তাফিজুর রহমানের সন্দেহ হলে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন । এক পর্যায়ে তার শরীর তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় পরিচয় পত্রটি জাল। এবং তাকে আটক করা হয়।

আটক আবুল কালামকে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার আইনে একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

(এসএইচ/এসপি/জুন ০৫, ২০১৮)