বেনাপোল প্রতিনিধি : প্রতি বছরের ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে মাসব্যাপী চালিতাবাড়ীয়া আরডি মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে, আজ শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠান ও ১৪২ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালন শুভ উদ্বোধন আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি । 

উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাড়ীপুকুর গ্রামের ১৪২ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালন শুভ উদ্বোধন করেন শার্শা গন মানুষের নেতা শেখ হাসিনার আস্থা ভাজন সৈনিক আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি।

তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ শার্শায় ১৭ বছর ধরে বিভিন্ন ভাবে উন্নায়ন করে আসছেন এবং আগামীতে তিনি উন্নায়ন করে যাবেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে আবার নির্বাচিত করে দেশের উন্নায়ন করার সুযোক করে দিবেন ।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের ব্যবস্থাপনায়, এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু চেয়্যারম্যান শার্শা উপজেলা পরিষদ, মেহেদী হাসান ভাইস চেয়্যারম্যান শার্শা উপজেলা পরিষদ, আলহাজ্ব নুরুজ্জামান সাধারন সম্পাদক শার্শা উপজেলা আওয়ামীলীগ, প্রভাষক ইব্রাহীম খলিল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মেম্বর, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মেম্বর, নাসির উদ্দীন বৈদ্য, আলমঙ্গীর কবির বদু, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবুল কালাম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকিব জাবেদ শুভ, উপজেলা ছাত্রলীগ নেতা শিপলু ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলটন হাসান।,সাংবাদিক বৃন্দ ও অনান্য ব্যাক্তিবর্গ।

(এসএইচ/এসপি/জুন ০৫, ২০১৮)