স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদলের ২৪টি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রদলের আংশিক কমিটি হওয়া ২৪টি সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে লালমনিরহাট, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা মহানগর, কুমিল্লা জেলা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ঝিনাইদহ, বাগেরহাট, পিরোজপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নোয়াখালী, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা রয়েছে।

(ওএস/এসপি/জুন ০৬, ২০১৮)