মাদারীপুর প্রতিনিধি : র‌্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা মাদারীপুরের শিবচর উপজেলার গুয়াতলা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ২৫৭ টি সরকারি জাল রেভিনউি স্ট্যাম্প উদ্ধার করেছে। এ সময় স্ট্যাম্প জালিয়াতি চক্রের সদস্য ব্যাংকের দুই কর্মচারীকে আটক করে র‌্যাব।  

মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার দুপুরে র‌্যাব অফিসে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপান সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার গুয়াতলা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অফিসে ব্যবহৃত দশ টাকা মূল্যের ১০ হাজার জাল রেভিনউি স্ট্যাম্প, অব্যবহৃত ২৫৭ টি স্ট্যাম্প, একটি মোবাইল ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্ট্যাম্পের মূল্য এক লাখ দুই হাজার পাঁচশত সত্তর টাকা। এ সময় ব্যাংকে কর্মরত গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার চরভাটপাড়া গ্রামের মন্নু শেখের ছেলে মো. উজ্জল শেখ (২৮) ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর গ্রামের নুরু মেলকারের ছেলে মো. খোকন মেলকারকে (৩০) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল স্ট্যাম্প জালিয়াতি চক্রের সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের একটি চক্র দীর্ঘদিন ধরে রেভিনিউ স্ট্যাম্প তৈরি, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার করে সরকারের বিপুল অংকের রাজস্ব ক্ষতি করে আসছে।

(এএসএ/এসপি/জুন ০৬, ২০১৮)