নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দু’টি পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে মারপিটের ঘটনায় বুধবার ২ ঘন্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে ট্রাক শ্রমিকরা।

অবরোধের সময় এ সড়কের দ’ুদিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শতাধিক যানবাহন ওই স্থানে আটকা পড়ে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে চরম ভুগান্তিতে পড়েন অবরোধে আটকে পড়া বাসযাত্রী এবং পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরের ঘোষপাড়ার মোড় এলাকায় আঞ্চলিক মহাসড়কের ওপর প্রতিদিনের মত এদিনও ৩০-৪০টি অটোচার্জার দাঁড় করে রেখে যাত্রী আনা-নেয়া করছিল চার্জার শ্রমিকরা। এসময় পাকা আম বোঝাই স্থানীয় একটি মিনিট্রাক ওই স্থান দিয়ে যাওয়ার সময় অটোচার্জারের বাধার মুখে পড়ে।

এসময় ওই ট্রাকের চালক হর্ণ বাজালে অটোচার্জারের চালকরা ক্ষুদ্ধ হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় মহাদেবপুর উপজেলা পিকআপ ট্রাকচালক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন ও ক্যাশিয়ার মোঃ বকুল উদ্দিনের সঙ্গে চার্জার শ্রমিকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায় চার্জার শ্রমিকরা ওই দুই ট্রাক শ্রমিক নেতাকে মারপিট করে।

মারপিটের বিচারসহ মহাসড়কের ওপর থেকে অটোচার্জার ষ্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে ট্রাক শ্রমিকরা ওই স্থানে এদিন সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কের ওপর ট্রাক দিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে মহাদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা স্বীকার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে ওই স্থান থেকে অটোচার্জার ষ্ট্যান্ড অন্যত্র স্থানান্তের নির্দেশ দেয়া হয়েছে চার্জার সংগঠনের নেতাদের ।

(বিএম/এসপি/জুন ০৬, ২০১৮)