রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ মঙ্গলবার রাতে ২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, উপজেলার উমর মজিদ ইউনিয়নের তালুক সুবল গ্রামের একটি রাস্তায় ফেনসিডিল বেচা-কেনা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এসআই শেখ মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২বোতল ফেনসিডিলসহ মঞ্জু মিয়া ((৪৫) কে আটক করে।

এসময় রুম্মন (৩২) ও রেজাউল করিম(২৮) নামের ২মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে আটক মঞ্জু মিয়ার জিঞ্জাসাবাদে পাওয়া যায়। মঞ্জু মিয়া ওই ইউনিয়নের নওদাবস সোনাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র।আবারো ভোরে পুলিশ অভিযান চালিয়ে রুম্মন (৩২) কে আটক করে।

এ ঘটনায় রাজারাহাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ০৫, তাং- ০৫/০৬/১৮ইং। বুধবার সকালে পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা থেকে মাদক নির্মূল করতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

(পিএমএস/এসপি/জুন ০৬, ২০১৮)