হই সচেতন


এইখানে নদী ছিল আজ গেল কই
গাছপালা ছিল পাখি কত হইচই।

এইখানে বন ছিল হল ঘর-বাড়ি
উচু-নিচু পথ হল চলে নানা গাড়ি।

ফসলের ক্ষেতে আজ ইটভাটা কত
নানা রোগ-দুর্ভোগ তাই অবিরত।

খাল-বিল হাওরে মাছগুলো নাই
যতসব হাইব্রীড খাচ্ছি যে তাই।

ক্ষণে ক্ষণে প্রকৃতি পাল্টে যে যায়
অসহায় মানুষেরা করি হায় হায়।

বাঁচাটা কঠিন কি যে লাগে প্রতিক্ষণ
সময় আছে এখনই হই সচেতন।