বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় লাভলু ব্যাপারী (২৫) নামে এক পাসপোর্ট  যাত্রীর কাছ থেকে ৭ টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম যার । 

বৃহস্পতিবার (৭ জুন) বিকাল সাড়ে ৫ টায় ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা করার জন্য প্যাসেঞ্জার টারমিনালের সামনে থেকে তার শরীর তল্লাশি করে পরে পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক লাভলু ব্যাপারী শরীয়তপুর জাজীরা উপজেলার বড় কালী নগর মান্নান ব্যাপারীর ছেলে তার পাসপোর্ট নাম্বার-ইচ-০৫০৫১৮৮।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। পরে তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করে পায়ু পথে স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। এবং তার কাছে ৭০০ গ্রাম ওজনের ০৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

(এসএইচ/এসপি/জুন ০৭, ২০১৮)