গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) ইসলামাবাদ সিনিয়র মাদরাসা মিলনায়তনে মোজাফফর আলী ফকির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ আহমেদ, শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ ও বেলতলী দাখিল মাদরাসার শারীরিক শিক্ষা শিক্ষক তারিকুল ইসলাম স্বপন এর মৃত্যুতে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাবেশিকফো’র সভাপতি ও ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের সভাপতিত্বে এবং বাবেশিকফো’র সাধারণ সম্পাদক ও লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম।

বক্তব্য রাখেন বাবেশিকফো’র ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, বাবেশিকফো’র জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাবাজ মিয়া, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ম. নূরুল ইসলাম, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কিল্লাবোকাইনগ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছায়ীদুল হক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ রুকুন উদ্দিন, উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ ভৌমিক, লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, শিবপুর এলইউ দাখিল মাদরাসার সুপার মো. মফিজ উদ্দিন, বেলতলী দাখিল মাদরাসার সুপার মো. শামছুল হক, শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রাজ্জাক, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, লাল খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হালিমা আক্তার, সহকারী শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ, আমিরুল মোমেনীন, মোঃ রহমত উল্লাহ, শাহীনুর ফেরদৌস, উজ্জল কুমার, মাহবুবুর রহমান, আব্দুর রশিদ, মোঃ ইদ্রিছ আলী, ৪র্থ শ্রেণির কর্মচারী হোসাইন আহাম্মদ, রফিকুল ইসলাম প্রমুখ। স্মরণসভায় বিগত সময়ে প্রয়াত অর্ধশত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও কর্মচারীদের স্মরণে দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে প্রয়াত সকল শিক্ষকদের স্মরণে প্রতি বছর ২১ রমজান ‘স্মরণসভা, দোয়া ও ইফতার’ মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সভা শেষে সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

(এসআইএম/এসপি/জুন ০৮, ২০১৮)