স্টাফ রিপোর্টার : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তার চার ব্যক্তিগত চিকিৎসক।

শনিবার বেলা ৩টার দিকে নাজিম উদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গেতারা দেখা করতে যাবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন।

তিনি জানান, খালেদা জিয়ার এই চার ব্যক্তিগত চিকিৎসক হচ্ছেন ডা. এস এম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান, ডা. আব্দুল খসরু এবং ডা. আব্দুল মামুন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন তিনি।

(ওএস/এসপি/জুন ০৯, ২০১৮)