স্পোর্টস ডেস্ক, ঢাকা : রেকর্ড গড়লেন মোক্তার আলী প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর। বিকেএসপিতে কাল রাজশাহীর এ ক্রিকেটার ১৬টি ছক্কা হাঁকান চট্টগ্রামের বিরুদ্ধে। অবশ্য এতে যৌথভাবে শীর্ষে তিনি। কারণ ওই তালিকায় আরো আছেন তিন ক্রিকেটার। তারা হলেন, অ্যান্ড্রু সায়মন্ডস, নেপিয়ার ও জেসি রাইডার।

তিনি ওই নৈপুণ্য প্রদর্শন করেছেন চট্টগ্রামের বিপক্ষে। ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬৮ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ১৬টি ছক্কা ও ৮টি বাউন্ডারি।

২০১২-১৩ মওসুমে মিরপুরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে সাউথ জোনের হয়ে ১৫টি ছক্কা হাঁকিয়েছিলেন জিয়াউর রহমান, মিরপুর শেরেবাংলায়। আক্ষেপ ছিল একটি ছক্কার। যদিও সেবার অপরাজিত ছিলেন তিনি। এবার বিকেএসপিতে মোক্তার আলী গুনে গুনে ১৬টি হাঁকালেন ছক্কা।

আর একটি হলে সর্বাধিক ছক্কার রেকর্ডটি তার একার দখলেই থাকত, তা আর হয়নি। আলী আকবরের বলে আউট হয়ে যান তিনি। শুধু ১৬ ছক্কাই নয়, এর সাথে রয়েছে আটটি চারও।

(ওএস/পি/এপ্রিল১৪,২০১৪)