সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়া পারাপারে প্রশাসনের সহযোগিতা পেলে ৬ টাকায় ঘাট ও খেয়া পারাপার করবেন ইজারাদার বাবু শিবুলাল দাস। 

শনিবার তিনিপ্রতিবেদককে জানান, বিগত কয়েক বছর যাবৎ আমি এই খেয়া ঘাটের ইজারা পাই। আমি কোন মানুষকে টাকার বিনিময়ে ঠেকিয়ে রাখি নি। স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ফ্রি করে দিয়েছি, মৃত ব্যক্তির লাস ফ্রি করে দিয়েছি। যার কাছে টাকা থাকবে না তিনিও যাতে খেয়া পার হতে পারেন সেই সু ব্যবস্থা আছে। তারপরও কিছু ক্রচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে একাধিক অভিযোগ করে।

আমি আপনাদের কাছে আরও বলতে চাই, গলাচিপা উপজেলা প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে আমি খেয়া এবং তরে ৬ টাকার বিনিময়ে প্রতিটি লোককে পার করব।

এ ব্যাপারে শিবুলাল দাসের ভাগ্নে নইমুল বলেন, আমার মামা ৪ টি স্টীল বডির ট্রলার খেয়াঘাটে নিয়ে এসেছেন। প্রশাসন যদি সহযোগিতা করে প্রতিটি মানুষ তর এবং খেয়াতে খুব অল্প খরচে পার হতে পারবে।

(এসডি/এসপি/জুন ০৯, ২০১৮)