সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছে এক স্কুল ছাত্রী।

এমন ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক। রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের রান্ডিলা বাহাদুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

শনিবার সরজমিনে গিয়ে জানা যায় যে,কাজিপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়াইলা গ্রামের হাবিবুর রহমানের কন্যা স্থানীয় কুড়াইলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৪) এর সাথে রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের রান্ডিলা বাহাদুর গ্রামের ছেলে সিরাজগঞ্জ সরকারী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কাউসারের (২১) সঙ্গে এক বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে কাউসার। গত শুক্রবার (৮ জুন ২০১৮) বিকেলে ওই ছাত্রী ঈদ মার্কেটের কথা বলে প্রেমিক কাউসারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এর পর থেকেই প্রতারক প্রেমিক কাউসার পলাতক রয়েছে।

এ ব্যাপারে প্রমিকা সুমাইয়া খাতুন বলেন, ‌‌‌‘কাউসার আমাকে বিয়ে না করলে আমার আত্যহত্যা ছাড়া কোন উপায় থাকবে না।’

এ ব্যাপারে ছেলের আবু সামাকে জিজ্ঞাসা করা হলে বিষয়টি এড়িয়ে যান। পরে ছেলে পক্ষের মুরুব্বি স্থানীয় শিক্ষক আব্দুল করিম বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

ব্রম্মগাছা ইউনিয়নের স্থানীয় মেম্বার আব্দুর রাজ্জাক বলেন,বিষয়টি আমি জেনেছি তবে এখন কি অবস্থা সেটা আমার জানা নেই।

(এমএএম/এসপি/জুন ০৯, ২০১৮)