সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে ঈদের বাজারে বিভিন্ন পোষাক ও শাড়ি বিক্রিতে ক্রেতাদের নিকট অসঙ্গতিপূর্ণ দাম নেয়ার অপরাধে সিরাজগঞ্জ শহরের ৫টি কাপড়ের দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ জুন) বিকেল থেকে সন্ধা পর্যন্ত শহরের খ্যাতনামা ৫টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৫টি কাপড়ের দোকানে ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহ হলো, এস এস রোডের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মেসার্স শামিম এন্ড ব্রাদার্স, সাইফুল এন্ড ব্রাদার্স, উৎসব, আলমাজি বস্ত্রালয় এবং মুগ্ধ ফ্যাসন। ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট ও এডিসি জেনারেল ইরতিজা আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামিম, ভোক্তা অধিকার সংরক্ষরন অধিদ্প্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সেনিটারী ইন্সপেক্টার আবদুল্লাহ আল মামুন ও সদর থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন প্রমুখ।

ভ্রাম্যমান আদালতে পরিচালনায় নেতৃত্বদানকারী অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট ইরতিজা আহম্মেদ বলেন,ক্রেতাদের নিকট অসঙ্গতিপূর্ন দাম নেবার অপরাধে শহরের ৫ কাপড় দোকান মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা নগদ জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এরপর শুধু জরিমানা নয়, ভোক্তা অধিকার আইনে দোকান মালিকদের কারাদন্ডও প্রদান করা হবে।

(এমএএম/এসপি/জুন ১০, ২০১৮)