নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ : ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার বলেছেন, বাংলাদেশে এখন আর তলা বিহীন ঝুড়ি নয় । বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জীবন যাত্রার মান বেড়েছে। বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন সুখ শান্তি বিরাজ করছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশে খাদ্য বস্ত্র আশ্রয়ের কোন সমস্যা নেই। দেশে এখন বড় সমস্যা হচ্ছে মাদক যা দেশের তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তরুণ সমাজ ধ্বংস হলে এই সোনার বাংলাদেশ হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক নির্মূলে প্রধানমন্ত্রী আজ বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রীর এ প্রশংসনীয় উদ্যোগকে সকলের সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন।

আজ রবিবার ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র পৌর হল রুমে পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুৎবার সময় কোরআন হাদিসের আলোকে মুসল্লিদের সাথে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করার জন্য মেয়র ইমাম মোয়াজ্জিনদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, ভাপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির, ইসলামপুর জামিয়া গাফুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার সচিব কামরুল ইসলাম।

(এনআইএস/এসপি/জুন ১০, ২০১৮)