সিলেট প্রতিনিধি : শিক্ষিকার সঙ্গে বাজে আচরণের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ হোসেন রাজীব। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৬-০৭ ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে বাজে আচরণের অভিযোগে বৃহস্পতিবার সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই অভিযোগে ছাত্রলীগের অঞ্জন গ্রুপের কর্মী শফিকুল ইসলাম শফিককে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শফিকের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স শেষ হয়ে যাওয়ায় তাকে ক্যাম্পাসে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে।

চলতি বছরের মে মাসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করেন ওই দুই ছাত্রলীগ কর্মী। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হককে প্রধান করে পাঁচ সদ্যসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশেই সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বহিষ্কারের বিষয়টি নিয়ে কোনো ধরনের আন্দোলনে যাবে না ছাত্রলীগের নেতাকর্মীরা।

(ওএস/এইচআর/জুলাই ১২, ২০১৪)