কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় হাতেনাতে ৪ তেল চোরকে আটক করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। রবিবার রাতে পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে তাদেরকে আটক করা হয়। 

পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্য মোল্লা আফজাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে খুলনা হতে রাজশাহীগামী সাগরদাড়ী আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়।

এসময় ইঞ্জিন থেকে তেল চুরিকালে হাতে নাতে সরঞ্জামসহ ৪ তেল চোরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৭৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের ইসলাম আলমের ছেলে ওয়াসিম আলম (৩২), রহিমপুর গ্রামের ইসরাইল প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক (২৫), ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব ইসলাম (২৫) এবং একই গ্রামের মোকশেদ ইসলামের ছেলে ছোটন ইসলাম (২৪)।

অফিসার ইনচার্য আরো জানান, আটককৃতরা পেশাদার তেল চোর। দীর্ঘদিন যাবৎ তারা ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি করে আসছে আটককৃতরা।

ট্রেনের এল এম ইসরাইল হোসেন এবং এ এল এম আব্দুল মালেকের যোগ সাজশে এই তেল চোররা চুরি করে আসছিল।

এদিকে রাতেই এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।

(কেকে/এসপি/জুন ১১, ২০১৮)