সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে তারাবী নামাজের সময় মুসুল্লীদের ওপর সন্ত্রাসী হামলায় ইমামসহ ১৫জন মুসুল্লী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৪জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নে খোর্দ্দ মাধাইনগর গ্রামে। গ্রামবাসী সুত্রে জানা গেছে, ওই গ্রামের বিবাদমান জমির টাকা নিয়ে সাঈদ ও লিয়াকতের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে ওই গ্রামের লিয়াকত পাশ্ববর্তী শ্যামেরঘন গ্রাম থেকে ১০-১৫ জনের ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অতর্কিতভাবে মসজিদে নামাজরত অবস্থায় মুসুল্লীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মজিদ (২৫), আবু সামা (৫০), সোওরায়ার্দী (৩২), মুজাফর (৫০) সহ ১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মাওলানা আব্দুল মজিদ (২৫), আবু সামা (৫০), সোওরায়ার্দী (৩২), মুজাফর (৫০) প্রথমে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমে থমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এসএস/এএস/জুলাই ১২, ২০১৪)