ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত অবৈতনিক সংগঠন “অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” পক্ষ থেকে ৩৫৮ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থী শিশুদের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে নতুন জামা-কাপড় বিতরন করেছে।

ঈদে নতুন জামা-কাপড় বিতরন উপলক্ষে ধামারাই উপজেলা মিলনায়তনে মঙ্গলবার সকাল এগারটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” উপদেষ্টা সাংবাদিক ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা অবুল কালাম।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধামরাইয়ের সর্বজন শ্রদ্ধীয় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জিয়ারত আলী,সাবেক সহকারী শিক্ষক মোঃ ইমতিয়াজ উদ্দিন, মোঃ শফিকুর রহমান মোঃ সোনা মিয়া,ধামরাই উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধরন সম্পাদক প্রধান শিক্ষক মোঃ কিবরিয়া“অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” প্রতিষ্ঠাতা ও এনটিভির ষ্টাফ মঞ্জুরুল হক রনি,শিক্ষক সজিব চৌধুরী,“অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” সভাপতি সাদিয়া আরিফা, ইকতিয়ার টিপু,মোস্তাকিন সাকিন প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা অবুল কালাম সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন“অঙ্কুর নৈশ বিদ্যালয়ের” প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক সজিব চৌধুরী।

(ডিসিপি/এসপি/জুন ১২, ২০১৮)