আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে গত এক সপ্তাহে আমতলী থানা পুলিশ ৫ মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট ভুক্ত ১০ জন আসামী ও অন্যান্য মামলার ৭ আসামীসহ মোট ২২ জনকে  গ্রেফতার করেছে।

আমতলী থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, “মাদক ও সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখিয়ে অভিযান পরিচালনা করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে। আমরা সকল মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

সোমবার রাতে তার অফিস কক্ষে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ তথ্য তুলে ধরেন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে উপস্থিত সাংবাদিকগনের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মো. জাকির হোসেন, সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, সাবেক সভাপতি শাহাবুদ্দিন পান্না, এ কে এম খায়রুল বাশার বুলবুল, জি এম মুসা, সহ সভাপতি এম এ সাইদ খোকন ও সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

এ সময় সাংবাদিকগণ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে পুলিশকে সর্বাত্বক সহযোগিতা করার অঙ্গীকার করেন।

(এন/এসপি/জুন ১২, ২০১৮)