স্পোর্টস ডেস্ক : জার্মানি ও আর্জেন্টিনার মধ্যকার ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে বৃহত্তম নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে রিও ডি জেনেইরো। রবিবার অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য ২৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী বিশ্বকাপের সামগ্রিক নিরাপত্তার জন্য নিয়োগ করা হবে। ব্রাজিল বা রিও শহর আগে কখনো দেখেনি এমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে শহরটির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। খবর বিবিসির

বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ইতোমধ্যে ব্রাজিল পৌঁছেছেন। এদের মধ্যে রয়েছেন জার্মাস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইনাল খেলা দেখতে মারাকানার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট দিলমা রওসেফ মার্কেল ও পুতিনের সঙ্গে দুপুরের খাবার খাবেন।

মারাকানায় ফাইনালে খেলা দেখতে প্রায় পচাত্তর হাজার দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। রিওর নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিবে পুলিশ, সেনা ও অগ্নিনির্বাপক কর্মীরা। এছাড়া শহরটির উপকূল পর্যবেক্ষণে থাকবে ২৫টির মতো জাহাজ।

এ বিষয়ে শহরটির একজন উর্ধ্বতন স্থানীয় সরকার কর্মকর্তা জোসে মারিয়ানো বলেন, 'ফাইনালের নিরাপত্তা ব্যবস্থা হবে এমন যা ব্রাজিল বা রিও আগে কখনো দেখেনি।'

(ওএস/এইচআর/জুলাই ১২, ২০১৪)