বিনোদন ডেস্ক : মানুষ একটা দুই চাকার সাইকেল, একদিন মাটির ভিতরে হবে ঘর, তুমি যে ক্ষতি করলা- গানগুলো শুনলেই চোখের সামনে ভেসে উঠে মাথায় গামছা বাঁধা এক যুবক গায়কের চেহারা। তিনি ক্লোজ আপ ওয়ান তারকা গামছা পলাশ। ফোক ঘরানার গান দিয়ে জয় করেছেন শ্রোতাদের মন।

তার গানগুলোতে মিশে থাকে মাটি ও মানুষের ঘ্রাণ, বাঙালিয়নার নিজস্বতা। হয়তো সেজন্যই তার গান দ্রুত পৌঁছে যায় শ্রোতার অন্তরে।

নতুন খবর হলো দীর্ঘদিন পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন তিনি। ‘জীবন গাড়ি’ নামের অ্যালবামটি প্রকাশ হয়েছে সম্প্রতি। ঈদ উপলক্ষে অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে।

অ্যালবামটিতে গান রয়েছে মোট চারটি। সেগুলো হলো জীবন গাড়ি, প্রশ্নপত্র ফাঁস, পুরুষ নির্যাতন, অবুঝ পোষা পাখী শিরোনামে। এই গানগুলোর কথা লিখেছেন শ্রাবণ বাবু। এর সুর ও সংগীত করেছেন আহমেদ কিসলু।

প্রসঙ্গত, এর আগে গামছা পলাশের ৭ টি সলো, ২০টি মিক্সড অ্যালবাম প্রকাশ হয়েছে।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৮)