সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে শেখ হাসিনার সরকার। সফলভাবে জঙ্গি দমন করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। সিরাজগঞ্জে যমুনা নদী ভাঙনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, মাদকের ভয়াল থাবায় তছনছ হয়ে যাচ্ছে পারিবারিক জীবন ও সংসার। এ জন্য মাদক নির্মূলে সরকার কঠোর। তবে এই অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় যমুনা নদীভাঙন রোধে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান ছেকরে। মাদক নির্মূলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা ও দায়রা জজ বেগম ফাহমিদা কাদের, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দকি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য ও কেএম হোসেন আলী হাসান প্রমুখ।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৮)