স্টাফ রির্পোটার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমুদ্র সীমায় যে বিজয় এনেছে তা দেখে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলেন, আমরা যতবার সমুদ্র সীমায় বিজয় অর্জন করেছি ততবারই তাদের এ অবস্থা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘স্বাধীনতা পরিষদ’ আয়োজিত ‌এক আলোচান সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে দেশ যতটা এগিয়ে গেছে, বাংলাদেশের আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দুইবার সমুদ্রসীমা বিজয়।
তিনি বলেন, আন্দোলন যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। বিএনপি আন্দোলন করবে ভালো কথা। তবে সেটা করতে গিয়ে দয়া করে বোরকা পরে হাইকোর্টে যাবেন না। হেলমেট পরে আত্মগোপনও করবেন না।
সাবেক এই মন্ত্রী বলেন, আন্দোলনের নামে যদি ২০১৩ সালের শেষের দিকের মতো মানুষকে পুড়িয়ে হত্যা করেন, কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করা হয়, তাহলে সেটা কঠোরহস্তে দমন করা হবে।
ড. কামাল হোসেন ও ব্যারিস্টার রফিক উল হক সমুদ্র আইন বিশেষজ্ঞ নয় উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলেন আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা নিষ্পত্তির মামলায় ড. কামাল হোসেনকে আইনজ্ঞ হিসেবে নেয়া হলো না কেন? তাদের বলব, ড. কামাল হোসেন সংবিধান বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু সমুদ্র আইন বিশেষজ্ঞ নন। ব্যরিস্টার রফিক উল হকও সংবিধান বিশেষজ্ঞ এবং বড় আইনজীবী, কিন্তু সমুদ্র আইন বিশেষজ্ঞ নন।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলম সাজু, সোহেলী পারভিন মনি প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ১২, ২০১৪)