কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ উদযাপনের লক্ষ্যে ৬৬ হাজার ৯১৬ পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফএর ১০ কেজি করে চাল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুঃস্থ্য ও অতিদরিদ্রদের জন্য উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় এ চাল বিতরণ করা হবে। 

জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নে চার হাজার ৬১৫, টিয়াখালীতে চার হাজার ১৮, লালুয়ায় চার হাজার ৬৮৭, মিঠাগঞ্জে তিন হাজার ২৪৬, নীলগঞ্জে আট হাজার ১৩১, মহিপুরে পাঁচ হাজার ৮৫২, লতাচাপলী সাত হাজার ২৬৪, ধানখালী চার হাজার ৩৯৮, ধুলাসার পাঁচ হাজার ১১২, বালিয়াতলী চার হাজার ৫৬৫, ডালবুগঞ্জ তিন হাজার ৬৫, চম্পাপুরে চার হাজার ২৬১ পরিবার এবং কলাপাড়া পৌরসভায় চার হাজার ৬১৫, কুয়াকাটা পৌরসভায় তিন হাজার ৮১ পরিবার এ ভিজিএফ’র চাল পাচ্ছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান সাংবাদিকদের জানান, এবছর চাল বিতরণে অনিয়ম করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এসপি/জুন ১৩, ২০১৮)