সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের ৯৬১ জন দরিদ্র নারী পুরুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মি.করিম শেখ বলেন,ভিজি এফ এর চাল আনা নেওয়ার সময় বস্তাপ্রতি দুই থেকে তিনকেজি চাউল পরে ওজনে কমে যায় কিন্তু গরিব দুঃখি মানুষকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কমে যাওয়া চাউল কিনে পূরণ করে নির্ধারিত ওজন মাফিক চাউল বিতরণ করছি। এতে আমার ইউনিয়ন বাসি কোন পরিমান চাউল কম পাচ্ছে না।

চাল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মি.করিম শেখ, মধ্যপাড়া ইউ.পি সদস্য মোঃ আসাদুজ্জামান, মধ্যপাড়া ইউ.পি সদস্যমোঃ আলমগীর শেখ, মধ্যপাড়া ইউ.পি সদস্য হাসি বেগম (সংরক্ষিত ৪,৫,৬), মধ্যপাড়া ইউ.পি সদস্য মোঃ জাহাঙ্গীর তালুকদার, মধ্যপাড়া ইউ.পি সদস্য ওমর ফারুক তালুকদার, মধ্যপাড়া ইউ.পি সদস্য পারভীন বেগম (সংরক্ষিত ১,২.৩), ইউপি সচিব তানিয়া তামান্নাসহ সকল ইউপি সদস্য বৃন্দ।

(এসআরডি/এসপি/জুন ১৩, ২০১৮)