সিরাজগঞ্জ প্রতিনিধি :তাড়াশ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ২০০০ জন দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১ টা থেকে এ চাউল দেয় তাড়াশ পৌরকর্তৃপক্ষ।

 

তাড়াশ পৌর সভায় চাউল নিতে আসা দুস্থ নারী চায়না আক্তার জানান, আমি ১০ কেজি চাউল পেয়ে খুব খুশি। আমার অনেক উপকারে আসবে। আমার মত শত শত নারী ও পুরুষরা এ চাউল পাচ্ছে। বাজারে ৫০ টাকা চাউলের কেজি। তাই আমাদের ঈদের সময় এ চাউল পেয়ে খুব উপকার হলো।

তাড়াশ পৌর সভার প্রশাসক এসএম ফেরদৌস ইলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন।

স্হানীয় সাংসদ বলেন ভিজিএফ এর মাধ্যমে চাউল বিতরন হয়েছে যে সব দুস্থদের ভিতর, তার ভিতর মহিলারা হলো ৭০%। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিজিএফ এর মাধ্যমে নয় তিনি বয়স্ক ভাতা ভিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চাউল বিতরনের সময় কোন রকম অনিয়ম যাতে পরিলক্ষিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য পৌর প্রশাসক এস এম ফেরদৌস ইসলামকে নির্দেশ প্রদান করেন।

(এমএসএম/এসপি/জুন ১৩, ২০১৮)