স্টাফ রিপোর্টার : চেতনানাশক ওষুধ ও বিষাক্ত মলমসহ রাজধানীর সদরঘাট এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৯ জনের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পশ্চিম বিভাগ। বৃহস্পতিবার দিনগত রাতে সদরঘাটের ৮ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আল আমিন শেখ (২৭), মো. রাসেল হোসেন(২৩), মো. আমিনুল ইসলাম (৩০), মো. মামুন ব্যাপারী (৪৩), মো. দুলাল ব্যাপারী (৬৫), মো. কদ্দুস হোসেন (২৫), ইয়াকুব আলী (২৪), মো. রিন্টু শেখ (২৭) ও মো. আব্দুল্লা শেখ (৪৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, একটি সংঘবদ্ধ চক্র ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষকে চেতনানাশক ট্যাবলেট ও পানি খাওয়ায়ে অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নেওয়ার পায়তারা করছে। ডিবি পুলিশের কাছে এমন তথ্য আসার পর অভিযান চালায়। অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৮ পিস চেতনা নাশক ট্যাবলেট ও ছয় কৌটা বিষাক্ত ও ক্ষতিকর মলম এবং তিন বোতল বিষ মিশ্রিত পানীয় উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, এ চক্রের সদস্যরা ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে এসে সদরঘাট, রেলস্টেশন, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের সঙ্গে যাত্রীবেশে সম্পর্ক তৈরি করে। বিশেষ করে তারা ইফতারের সময় রোজাদার যাত্রীদের সাথে সম্পর্ক তৈরি করে বিশেষ কৌশলে ইফতার সামগ্রীতে চেতনানাশক ওষুধ ব্যবহার করে সবকিছু কেড়ে নেয়।

গ্রেফতারদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে ডিএমপি।

(ওএস/এসপি/জুন ১৫, ২০১৮)