গাইবান্ধা প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ীর চিহ্নিত মাদক কারবারি সেলিমকে ৬৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানাধীন জামালপুর ইউপির উপজেলা মোড় হতে এলাকা হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় মাদক ব্যবসায়ী ১। সেলিম মিয়া (৪৬) কে ৬৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

চিহ্নিত মাদক ব্যবসায়ি সেলিম মিয়া পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামের টুকনিপাড়ার নাদের খলিফার ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ইয়াবার মূল ২,৫২,০০/- টাকা।

আটককৃত আসামী সেলিমের পুর্বে আরোও ০৪ (চার)টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ ব্যপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করাকরা হয়েছে।

(এসআইআর/এসপি/জুন ১৫, ২০১৮)