স্টাফ রিপোর্টার: ঈদের পর প্রথম কর্মদিবস সোমবার (১৮ জুন)। তাই সকাল সাড়ে নয়টার পরই সচিবালয়ে আসতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সবার মধ্যেই একটু ঢিলেঢালা ভাব, উৎসবের আমেজ।

সবার পরনেই ঈদের নতুন পোশাক। কারো হাতে উপহারের প্যাকেট। সহকর্মীদের সঙ্গে দেখা হলেই করছেন কোলাকুলি, কুশল বিনিময়।সচিবলয়ারের কর্মকর্তা-কর্মচারীরা কোলাকুলি করছেন। কর্মচারীরা যাচ্ছেন কর্মকর্তাদের কক্ষে। শুভেচ্ছা বিনিময় ও খোশগল্পে কাটাচ্ছেন সময়। প্রতিবছরই এমন হয়। অনেকের গল্পেই উঠে আসছে ঈদে বাড়ি যাওয়ার পথের দুঃসহ কষ্ট ও দুর্ভোগের কথা। কেউ বলছেন স্বজনের সান্নিধ্য আনন্দের কথা। অনেক মন্ত্রীই এখনও নিজের নির্বাচনী এলাকায় রয়েছেন।অর্থমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। যারা ঢাকায় ফিরেছেন তাদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকাল সাড়ে ১০টায়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফিরবেন সকাল সাড়ে ১১টায়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দুপুর ১২টায় কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননসহ আরও কয়েক জনের।

(ওএস/পিএস/জুন ১৮, ২০১৮)