নোয়াখালী প্রতিনিধি : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার দুপুর ১২ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী ক্রিক্রেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশান অব নোয়াখালী (কোয়াব) এর উদ্যেগে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ও রংপুর বিভাগের ক্রিক্রেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও নোয়াখালীর সাধারন সম্পাদক আলা উদ্দিন অমি। অন্যদের মধ্যে সংহতি ও উপস্থিত ছিলেন নোয়াখালী ক্রিক্রেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশান অব নোয়াখালী ( কোয়াব) এর সভাপতি রেজাউল করিম রিয়াদ, বাংলাদেশ অনুর্ধ ১৮ দলের ক্রিক্রেটার আমিনুল হক রাসেদ, অনুর্ধ ১৭ ক্রিক্রেটার ইয়াসিন আরাফাত, ক্রিক্রেটার ইমরান, বাবু, পিয়াস, রবিন ও বিল্পব প্রমুখ।

মানববন্ধনে ক্রিক্রেটাররা অভিযোগ করে বলেন, সাকিব আল হাসানের মত প্রতিভাবান দেশসেরা খেলোয়াড় যদি খেলতে না পারে দেশে তরুন খেলোয়াড়দের প্রতিভা নষ্ট হবে অবিলম্বে সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান।

(জেএইচবি/এটিআর/জুলাই ১২, ২০১৪)