নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর মামুন মিয়া নামে সাত বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মামুন উপজেলার হাসিমপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।

শনিবার দুপুরে প্রতিবেশী জয়নাল আবেদীন ওরফে জয়নাল মাস্টারের বাড়ির ছাদ থেকে গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মামুন মিয়া। পরে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান করতে পারেনি তার পরিবার।

আজ দুপুরে প্রতিবেশী জয়নাল মাস্টারের গৃহকর্মী দুর্গন্ধ পেয়ে তালা খুলে বাসার ছাদে গিয়ে গামছা প্যাঁচানো অবস্থায় শিশু মামুনের অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ ও কে বা কারা জড়িত সে সম্পর্কে জানা যায়নি। পরিবারের লোকজনও হত্যার কারণ জানাতে পারছে না। তবে তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/অ/জুন ২৩, ২০১৮)