কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের নাসির টোব্যাকো নামের একটি কারখানায় ব্যাবহারের জন্য গাড়িতে করে এলপি গ্যাস বহনের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পথচারী এবং ওই কারখানার তিন কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভেড়ামার থানার ওসি আমিনুল ইসলাম জানান, দৌলতপুরের আল্লারদর্গা নাসির টোব্যাকো কোম্পানির কারখানায় ব্যাবহারের জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে একটি পিকাপ ট্রাক ভেড়ামারার বারো মাইল থেকে দৌলতপুরের আল্লারদর্গা যাওয়ার পথে ভেড়ামারার সাতমাইল নামক স্থানে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

তিনি জানান, এ ঘটনায় ওই গাড়ির চালক আব্দুল মতিন, সহকারী শামিম মন্ডল, নাসির টোব্যাকো কোম্পানির সুপারভাইজার তপন এবং পথচারী শ্যামল অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

(কেকে/এসপি/জুন ২৪, ২০১৮)