কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ৩য় শ্রেণীর ছাত্র দেব দত্ত (৯)কে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের আয়োজনে শহরের ঈগল চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর পৌরসভার মেয়র হাজ্বী এনামূল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুধীর শর্মা, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্র নাথ সাহা, মিরপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত (০৮ জুন) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে
দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে দেব দত্তের বাবা পবিত্র দত্তের ফোনে অপহরণকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তিপণ দাবি করে।

(কেকে/এসপি/জুন ২৪, ২০১৮)