বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলা থেকে ভিজিডি’র ১৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারের নাঈম স্টোর থেকে এ চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল স্থানীয় ইউপি সদস্য আছাদুজ্জামানের জিম্মায় রাখা হয়েছে।

পুলিশ জানায়, সরকারের ভিজিডির ১৮ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্যেশে দোকানে রাখা হয়েছিল। কে বা কারা ওই চাল পাচারের সাথে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তবে, নাঈম স্টোরের মালিক জানান, আমাদের এলাকার মানুষ আতপ চাল খেতে অভ্যস্থ। তাই ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাওয়া সিদ্ধ চাল বদলে আমার দোকান থেকে অনেকে আতপ চাল নিয়েছে।

উপজেলা ভিজিডি কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আটককৃত চাল কোথা থেকে কি ভাবে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাল ইউপি সদস্য ইউপি সদস্য আছাদুজ্জামানের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসএকে/এসপি/জুন ২৪, ২০১৮)