টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৬ জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার পদমি শহর গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে রফিকুল ইসলাম, একই জেলার ফুলছড়ি উপজেলার পশ্চিম ঘাটগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাইদুর রহমান ও মিরপুর উপজেলার আব্দুলের ছেলে আবুল কালাম।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ জানান, সকাল ৬টার দিকে অন্তত ৩৪ জন গুরুতর আহত লোককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ঘটনাস্থলে চারজন ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে তারা গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌঁছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এ প্রসঙ্গে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, সোমবার ভোরে গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা সিলেটের হবিগঞ্জগামী একটি ট্রাক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

(আরকেপি/এসপি/জুন ২৫, ২০১৮)