রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আটজন। সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর ও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শ্রীকান্ত মণ্ডলের স্ত্রী জ্যোস্না মণ্ডল (৪৫), একই গ্রামের আব্দুল মজিদ গাজীর স্ত্রী জান্নাতুন্নেছা (৩৫), সদর উপজেলার বৈকারী গ্রামের আব্দুস সামাদ গাজীর ছেলে আবুল খায়ের ওরফে সাজু হোসেন (২৩)।

মৃতের স্বজনরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে শ্যামনগরের গুমন্তলী গ্রামের একটি ঘেরে কয়েকজন নারী শ্রমিক বৃষ্টির মধ্যে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে নারী শ্রমিকরা বৃষ্টির মধ্যে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে গুমন্তলী গ্রামের জ্যোস্না মণ্ডল ও জান্নাতুন্নেছা নিহত হন । আহত হন ছয় জন । তাদেরকে শ্যামনগর স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বৈকারী গ্রামের সাজু হোসেন নিজের মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। সেখানে আহত হন আরো ২ শ্রমিক। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/জুন ২৫, ২০১৮)