গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রায় ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে প্রস্তাবিত নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লক্ষ ৮৯ হাজার ৩৫৬ টাকা। ব্যয় ধরা হয়েছে  ৩কোটি ৪৮ লক্ষ ৫৯ হাজর ৮০০ টাকা। প্রস্তাবিত উন্নয়ন আয় ধরা হয়েছে ২২ কোটি ২৬ লক্ষ ৫০ হাজার টাকা আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮ লক্ষ টাকা। 

মঙ্গলবার দুপুরে পৌর ভবনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার এ বাজেট ঘোষনা করেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, থানার অফিসার ইন চার্জ মজিবুর রহমান পিপিএম, প্যানেল মেয়র কাউন্সিলর রিমন কুমার তালুকদার, কাউন্সিলর শাহিন আকন্দ, জোবাইদুর রহমান বিষা, আমির হোসেন সোনা মিয়া, মোখলেছুর রহমান, ফারুক হোসেন, আনিসুর রহমান শিপলু, জহুরা বেগম, মহিলা কাউন্সিলর গোলাপী বেগম, মারুফা বেগম, শিল্পী বেগম, পৌর সচিব আব্দুর রহিম পৌর প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, সার্ভেয়ার আনোয়ার হোসেন, সহ স্কুল-কলেজের শিক্ষক ও সুধীজন উপস্তিত ছিলেন।

(এসআরডি/এসপি/জুন ২৬, ২০১৮)