দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২দিন ধরে বন্ধ রয়েছে ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন।

গত ১৫জুন ভূগর্ভের ১২১০নম্বর কোল ফেইজের কয়লার মজুদ শেষ হওয়ায় ওইদিন থেকে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন খনি কর্তৃপক্ষ। তবে ১২১০ নম্বরের কোল ফেইজের যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ১৩১৪ নম্বর কোল ফেইজে স্থাপনের মাধ্যমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।

খনি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ নভেম্বর থেকে ১২১০ কোল ফেইজে কয়লা উত্তোলন শুরু হয়। এই কোল ফেইজে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চাল লাখ ৩০হাজার মেট্রিক টন কয়লা। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে পাঁচ লাখ ৮৫হাজার মেট্রিক টন কয়লা। গত শনিবার (২৩জুন) পর্যন্ত খনির কোল ইয়ার্ডে এক লাখ ৭০হাজার মেট্রিক টন কয়লা মজুদ ছিল।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক-জিএম (মাইনিং) এটিএম নূরুজ্জামান চৌধুরী বলেন, ১৩১৪ কোল ফেইজের সব প্রস্তুতি শেষ করে আগামী আগষ্ট মাসের শেষ দিকে এই কোল ফেইজ থেকে কয়লা উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ বলেন, কোল ফেইজে কয়লার মজদ শেষ এবং উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি কোল ফেইজের মজুদ শেষ হওয়ার পর সেখান থেকে যন্ত্রপাতি সরিয়ে নতুন কোল ফেইজে স্থাপন করতে অন্তত ৪০ থেকে ৪৫দিন সময় লেগে যায়। এছাড়াও ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে যন্ত্রপাতিগুলোকে ত্রুটিমুক্ত করতে কিছু বাড়তি সময়ও লেগে যায়। এসব কারণে ভূগর্ভ থেকে কিছু সময়ের জন্য কয়লা উত্তোলন বন্ধ থাকে।

(ওএস/এসপি/জুন ২৬, ২০১৮)