নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁয় মাদকদ্রব্য ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে এদিন সকালে জিলা স্কুল মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডি স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে কেডি স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসতানজিদা পারভীন, নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ।

জেলার সাপাহার, পোরশা, বদলগাছী, ধামইরহাটসহ সকল উপজেলাতেও অনুরূপ কর্মসূচী পালিত হয়।

(বিএম/এসপি/জুন ২৬, ২০১৮)