গাইবান্ধা প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়া হল, তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মো. আব্দুল মজিদ প্রমুখ।

(এসআইআর/এসপি/জুন ২৬, ২০১৮)