বিনোদন ডেস্ক : রণবীর কাপুর সুপারস্টার অমিতাভ বচ্চনের সাথে ব্রাহ্মসূত্র সিনেমার শুটিং করছেন। পিটিআই নিউজ এজেন্সির কাছে অমিতাভ বচ্চন সম্পর্কে রণবীর কাপুর বলেন,‘ব্রাহ্মসূত্রের অভিনেতা অমিতাভ বচ্চন বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার’।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর তার আসন্ন সিনেমা ব্রাহ্মসূত্রের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তার সবচেয়ে বড় অভিজ্ঞাতা সুপারস্টার অমিতাভ বচ্চনের সাথে এই সিনেমায় কাজ করা। অমিতাভ বচ্চন সম্পর্কে তিনি বলেন, ‘অমিতাভ জি অভিনেতা হিসেবে আমাকে অনেক স্নেহ- ভালোবাসা দিয়েছেন। এটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং অত্যন্ত সুখের স্মৃতিগুলোর মধ্যে একটি। সিনেমার সেটে তিনি আমাকে অনুপ্রেরণ দিয়েছেন। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন ! অমিতাভ জি ৪৯ বছর ধরে সিনেমার জগতে কাজ করছেন ।’

রনবীর আরও বলেন, ‘আর এতো বছরে তার কাজের পরিধিও বিশাল। আমার মতে অমিতাভ জি সম্ভবত বিশ্বের বুকে জন্মগ্রহণ করা সবচেয়ে বড় সুপারস্টার। কিন্তু তিনি ৭৬ বছর বয়সেও যেরকম উদ্যমী, মানবতাবাদী, কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল । তা অবশ্যই অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এবং নতুন অভিনেতা হিসেবে এটা আমার জন্য বড় অনুপ্রেরণা। ’

গত সপ্তাহে রণবীর কাপুর ব্রাহ্মসূত্র সিনেমা সম্পর্কে প্রচলিত গুজবকে অস্বীকার করেন। ব্রাহ্মসূত্র ছবির সুপারহিরো বলেন, ‘এটি আসলে একটি অতিপ্রাকৃত রোমান্টিক গল্প। ব্রাহ্মসূত্র এমনই একটি ফ্যান্টাসি ট্রিলজি সিনেমা যেখানে টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়কেও দেখা যাবে। আগামী বছরের আগস্ট মাসে ছবিটির ১ম অংশ মুক্তি পাবে।

এদিকে রণবীর কাপুর এখন তার পরবর্তী সিনেমা 'সাঞ্জু' মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাটিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২৯ জুন মুক্তি পাবে।

(ওএস/এসপি/জুন ২৭, ২০১৮)