নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদর বাজারের টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহা-সড়কের সরকারী কলেজ গেট সংলগ্ন একুশে কম্পিউটার এন্ড  মোবাইল সেন্টারে এ চুরির ঘটনাটি ঘটে। 

একুশে কম্পিউটার এন্ড মোবাইল সেন্টারের সত্ত্বাধিকারী বিপ্লব বাকালী জানান, প্রতিদিনের মতো আমি দোকানের বেচাকেনা শেষে দোকানের সাঁটার ও কলাপসেবল গেটে মোট ৮টি তালা দিয়ে আমি ও আমার কর্মচারীরা বাড়ী চলে যাই। বুধবার দিন সকালে যথা সময়ে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের সাঁটার ও কলাপসেবল গেটে তালা নেই। পরে দোকানের ভিতরে গিয়ে দেখি দোকান থেকে বিভিন্ন কোম্পানি ও বিভিন্ন মডেলের ১৬৪ পিছ মূল্যবান মোবাইল ফোন (স্মার্টফোন) নেই। এছাড়া ৫০পিছ মেমোরি কার্ড ও নগদ ২ হাজার টাকাসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে।

নাগরপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা জানান, সদর বাজারে চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকৃত অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার অভিযান চলছে।

(আরএসআর/এসপি/জুন ২৭, ২০১৮)