মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে হোটেল মালিক মস্তফা মাদবর হত্যা মামলায় দুই কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আহমেদ এই রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, জেলার শিবচরের উমেদপুরের আলাউদ্দিন মাদবরের ছেলে আবু তালেব মাদবর ও সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দির আইয়ুব আলী খালাসীর ছেলে শাহাদাৎ খালাসী।

মামলার বিবরণে জানা গেছে, শিবচর বাজারে হোটেল ব্যবসাকে কেন্দ্র করে মস্তফা মাদবরের সাথে তার ছোট ভাই আবু তালেবের বিরোধ সৃষ্টি হয়।

এরই জেরে ১৯৯৭ সালের ৪ এপ্রিল রাতে আবু তালেব তার সহযোগি শাহাদাৎকে নিয়ে হোটেলের মধ্যে ঘুমন্ত অবস্থায় মস্তফাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পরদিন মস্তফার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা শিবচর থানার এসআই আবদুল খালেক পরের বছর ১৯৯৮ সালের ৩১ মে মামলায় আবু তালেব ও শাহাদাতের নামে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে আরো ৬ মাসের জেল ধার্য করেন বিচারক। মামলায় গ্রেফতারের পরে আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছে।

মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পিপি মো. এমরান লতিফ বলেন, ‘হোটেল ব্যবসায় বিরোধের জেরে আসামীরা হত্যাকান্ডে লিপ্ত হয়। বিচারক মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেন। এতে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি জানিয়েছে।’


(এএসএ/এসপি/জুন ২৭, ২০১৮)