মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে বুধবার “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপি এই সভার আয়োজন করা হয়।

পরামর্শ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মাদারীপুর-এর উপ-পরিচালক (উপ-সচিব) মো. রাসেল সাবরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (২য় পর্যায়) কমিউনিকেশন এন্ড আউটরিচ স্পেশালিস্ট অর্পণা ঘোষ মূল বক্তব্য উপস্থাপন করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা ফ্যাসিলিটেটর ফয়সাল মুস্তাফিজুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ, উপকারভোগী সেলিনা বেগম, প্রেসক্লাবের আহ্বায়ক শাহজাহান খান, সাংবাদিক জাহাঙ্গীর কবির, সাংবাদিক ফোরকান আহমেদ, সাংবাদিক সেলিম ফরাজী, সাংবাদিক জহিরুল ইসলাম খান, সাংবাদিক ফরিদ হোসেন মুফতি, সাংবাদিক মনির হোসেন বিলাস, সাংবাদিক সাগর হোসেন তামিম প্রমুখ।


(এএসএ/এসপি/জুন ২৭, ২০১৮)