মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৮৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মাদারীপুর পৌরসভার পৌর মেয়র  মো. খালিদ হোসেন ইয়াদ বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন। 

পৌরসভা সূত্রে জানা যায়, বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৪ কোটি ১৬ লাখ ৬ হাজার ৪৯৬ টাকা ১৮ পয়সা। ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকা।

এবারের বাজেটে শকুনী বাজার এলাকায় একটি আধুনিক কমিউনিটি সেন্টার, অত্যাধুনিক পৌর মুক্তিযোদ্ধা অডিটরিয়াম, ২৭ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে।

মাদারীপুর পৌরসভা আয়োজিত সচেতন নাগরিক কমিটি’র সহযোগিতায় পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. সিরাজুল আলম খান, প্যানেল মেয়র-সাইয়েদা সালমা, কাউন্সিলর হালিম তালুকদার, কাউন্সিলর জাকির হাওলাদার, কাউন্সিলর মো. খলিলুর রহমান বেপারী, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, কাউন্সিলর জেইজী আফরোজ, কাউন্সিলর আইয়ুব খান, বিপ্লব হাওলাদার, মাদারীপুর পৌরসভার সচিব খোন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবুল কালাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।

(এএসএ/এসপি/জুন ২৮, ২০১৮)