বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে।

জেলা শিশু একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের এসি লাহা মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত প্রতিযোগিতা, নৃত্য ও আবৃতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন এ্যাডভোকেট পারভীন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম ও জতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাগেরহাট জেলা শিশু একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে।

(এসএকে/এসপি/জুন ২৮, ২০১৮)